পিঠা উৎসব (ছবি: বাংলাবার্তা)
শীত আসলেই গ্রাম বাংলার মানুষ পিঠা-পুলি উৎসবে মেতে ওঠে। যা এখন বিলুপ্তির পথে। নতুন প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলিকে পরিচয় করিয়ে দিতে উদ্যোগ নেওয়া হয়েছে পিঠা উৎসব।
রোববার (২৮ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পশ্চিমে আম বাগানে দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করা হয়। নাচ-গান এবং বাহারি নকশার ও মজাদার পিঠা নিয়ে জমে উঠে এ উৎসব।
কনকনে ঠাণ্ডা উপেক্ষা করে আম বাগানে দিনভর এ পিঠা উৎসব ও ক্ষুদ্র মেলায় যোগ দেয় নানা শ্রেণি-পেশার মানুষ। শীতকালে পিঠার আয়োজন গ্রাম-বাংলার অন্যতম একটি অনুষজ্ঞ। এ সময় প্রায় সব বাড়িতেই কমবেশী নতুন ধানের পিঠা-পুলি বানানো হলেও এ উৎসব একটু অন্যরকম। তবে চাঁপাইনবাবগঞ্জে এই ধরনের উৎসব এটাই প্রথম।
বাংলাবার্তা/এসএ