প্রকল্প উদ্বোধন। ছবি: বাংলাবার্তা
ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকালে ফেনী পৌরসভার ১৪ নং ওয়ার্ডের পশ্চিম মধুপুর, পূর্ব বিজয় সিংহ, পশ্চিম রামপুর এলাকায় ১৭টি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন।
এসময় তিনি প্রতিটি প্রকল্পের এলাকায় ঘুরে ঘুরে নারী পুরুষসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে কথা বলেন।
মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির বিষয়গুলো বুঝার চেষ্টা করেন। পরে তিনি পশ্চিম রামপুর আবদুল হকের দোকান সংলগ্ন এলাকায় সংক্ষিপ্ত বক্তব্যদানকালে বলেন, আমি কাউকে শাসন করার জন্য ফেনী পৌরসভার মেয়র হইনি। নিজাম উদ্দিন হাজারী এমপি আপনাদেরকে শান্তি, স্বস্তি ও উন্নয়ন করে দিতে আমাকে মেয়র বানিয়েছেন। আমি ফেনী পৌরসভায় যে সকল উন্নয়ন করেছি সেগুলো ৫ বছরের পরিকল্পনা নিয়ে করিনি। আগামী ৩০/৪০ বছরের জন্য পরিকল্পনা করে আমি উন্নয়ন কার্যক্রম চালিয়ে আসছি।
এসময় মেয়রের সাথে ছিলেন স্থানীয় কাউন্সিলর দিদারুল আলম, যুবলীগের ওয়ার্ড সভাপতি শাহাদাত হোসেন রুবেল, সাবেক সভাপতি আবদুল কাদের শিপন ও পৌর যুবলীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম সোহেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনকৃত প্রকল্পগুলো হচ্ছে, পূর্ব বিজয়সিংহ বাসু আমিন বাড়ি সড়ক সংস্কার, হাজী চান মিয়া সড়ক কার্পেটিং, পশ্চিম রামপুর মোল্লা বাড়ি সড়ক উন্নয়ন, পশ্চিম রামপুর আনু কাজী ভূঞা বাড়ি সড়ক উন্নয়ন, পশ্চিম মধুপুর কমু বেপারী বাড়ির হাজী আবু আহাম্মদ সড়ক কার্পেটিং, পশ্চিম মধুপুর মিঝি বাড়ি সড়ক কার্পেটিং, পশ্চিম রামপুর মোল্লা বাড়ি সড়ক উন্নয়ন, মুন্সি মোখলেসুর রহমান সওদাগর বাড়ি সড়ক উন্নয়ন, বলি বাড়ি সড়ক উন্নয়ন, হোসেন মেম্বার বাড়ি সড়ক উন্নয়ন, কোম্পানী বাড়ি সড়ক উন্নয়ন, খায়েজ আহাম্মদ সড়ক উন্নয়ন, মেহেদী সাঈদী স্কুলের দপ্তরিকে বাড়ি উপহার, দারবক্স ভূঞা বাড়ির রাস্তা উন্নয়ন, জমদ্দার বাড়ির রাস্তা উন্নয়ন ও মীর বাড়ির ঘাটলা নির্মাণ।
বাংলাবার্তা/এআর