সড়ক দুর্ঘটনা (ছবি: সংগৃহীত)
বেশ আনন্দ উৎসব নিয়ে বিয়ের সকল কর্মই চলছিল। উপলক্ষ্য দুই ভাইয়ের এক সাথে বিয়ে। এর মধ্যে গায়ে হলুদের অনুষ্ঠানও শুরু হলো।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাজবাড়ী জেলার মোকছেদ আলী সরদারের মেজ ছেলে সামিউল ইসলাম শামীমের বিয়ের দিন ছিল। পরের দিন শুক্রবার (২ ফেব্রুয়ারি) তার ছোট ছেলে সাইফুল ইসলাম সুমনের বিয়ের দিন ছিল। বিয়ে উপলক্ষ্যে বুধবার (৩১ জানুয়ারি) বেশ আনন্দ উৎসবে দুই ভাইয়ের গায়ে হলুদের আয়োজনও হয়।
বড় ভাই সামিউল ইসলাম শামীম গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করেন। তাকে নিয়ে আসতে ছোট ভাই সাইফুল ইসলাম সুমন মোটরসাইকেল নিয়ে দৌলতদিয়া ঘাটে যান। বড় ভাইকে নিয়ে ফেরার পথে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার মকবুলের দোকান এলাকায় মাটিবাহী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তারা ঘটনাস্থলেই মারা যান।
নিহতরা হলেন, রাজবাড়ী সদর থানার খানখানাপুর ইউনিয়নের কদমতলা গ্রামের মোকছেদ আলী সরদারের দুই ছেলে মনিরুল ইসলাম ওরফে মমিন (৩২) ও সাইফুল ইসলাম ওরফে সুমন (২৭)।
আরও পড়ুন: ৩৫ লাখ টাকা থেকে মুক্তি পেতে একই পরিবারের ৩ জনকে হত্যা
স্থানীয়রা জানায়, তারা তিন ভাই। মেজ ভাই শামীমের বৃহস্পতিবার এবং ছোট ভাই সুমনের শুক্রবার বিয়ের দিন ছিল। দুই ভাইয়ের এক সাথে মৃত্যুর ঘটনায় বিয়ের আনন্দের পরিবর্তে তাদের বাড়িতে এখন শোকের মাতম চলছে। দুই সন্তানকে হারিয়ে বাবা মা এখন দিশেহারা।
পুলিশ জানায়, সড়ক দুর্ঘটনায় নিহত দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সাথে ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও পালিয়ে যায় চালক ও হেলপার। এ বিষয়ে নিহতদের ভাই বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
বাংলাবার্তা/এসএ