মরদেহ (ছবি: প্রতিকী)
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নোয়াখালী সদর উপজেলার উত্তর ওয়াবদা গ্রামের মো. জামাল মজুমদারের ছেলে শাকিল (২০), পৌরসভার সোনাপুর এলাকার রিয়াজ (২৮) ও কুমিল্লার চান্দিনা এলাকার বাসিন্দা কামরুল (৩০)।
জানা যায়, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের আবেদ চেয়ারম্যানের বাড়ির সামনে কিছুদিন আগে ব্যক্তি মালিকানাধীন একটি ভবনের প্রথম ধাপের কাজ শুরু হয়। সেখানে ৫ জন শ্রমিক একজন ঠিকাদারের অধীনে কাজ করতে যান। এ দিন দুপুরে তিনজন শ্রমিক ওই ভবনের পাইলিংয়ের কাজ করেন। এক পর্যায়ে তারা মাটি থেকে পাইলিংয়ের পাইপ টেনে তুলতে গেলে উপরে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তাদের তিন জনেরই মৃত্যু হয়। পরে অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: বাড়িতে নববধূ পরিবর্তে এলো দুই ভাইয়ের মরদেহ
এ বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, নিহতদের মরদেহ বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। বিষয়টি খতিয়ে দেখে পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাবার্তা/এসএ