ছবি সংগৃহীত
নীলফামারীর সদর উপজেলায় দুই সন্তানসহ স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন আশিকুল মোল্লা বাবু নামে এক ব্যবসায়ী। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার দাড়োয়ানী বন্দরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আশিকুল মোল্লা বাবুর স্ত্রী তহুরা বেগম (৩০), তার বড় মেয়ে তানিয়া আক্তার (১১) ও ছোট মেয়ে জারিন আক্তার (৬)।
আশিকুল মোল্লা চড়াইখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লার ছেলে। তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে দারোয়ানি পুরাতন বন্দর বাজার গ্রামের বাড়িতে থাকতেন।
আরও পড়ুন: ৩৫ লাখ টাকা থেকে মুক্তি পেতে একই পরিবারের ৩ জনকে হত্যা
আত্মহত্যা চেষ্টাকারী আশিকুল মোল্লাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি স্ত্রী ও দুই সন্তানকে শ্বাসরোধে হত্যার পর নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করছিলেন।
পুলিশ জানায়, আশিকুল মোল্লা একজন ব্যবসায়ী। তিনি ব্যবসায় আর্থিকভাবে লোকসানে পড়েছিলেন। সেই হতাশা থেকে এমন ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাস্থলে পুলিশের ক্রাইম সিন কাজ করছে।
বাংলাবার্তা/এসএ