নিহত মিলন (ফাইল ছবি)
কুষ্টিয়া সদর উপজেলায় এক যুবকের ৮ টুকরো মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম মিলন হোসেন (২৪)। শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার হরিপুর চর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে ৫ জনকে।
নিহত মিলন হোসেন জেলার দৌলতপুর উপজেলার পূর্ব বাহির মাদি এলাকার মাওলা বক্সের ছেলে। তিনি স্ত্রীকে নিয়ে সদর উপজেলার হাউজিং এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। ১০ মাস আগে তিনি বিয়ে করেন।
নিহতের পরিবার জানায়, তাকে কেন হত্যা করা হয়েছে, সে বিষয়ে কিছুই জানি না। হত্যাকারীকে সর্বোচ্চ শাস্তি চাই।
নিহত মিলনের স্ত্রী জানান, ওই এলাকার সজল আমার স্বামী মিলনকে ফোন করে নিয়ে যায়। এরপর বাসায় আসলে আবার বুধবার সকালের দিকে তার সাথে দেখা করার জন্য বাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে মিলন নিখোজ থাকে। এ বিষয়ে আমরা থানায় জিডিও করে রেখেছি। আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
আরও পড়ুন: বাড়িতে নববধূ পরিবর্তে এলো দুই ভাইয়ের মরদেহ
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা সাংবাদিকদের জানন, মিলনের ৮ টুকরো মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।
বাংলাবার্তা/এসএ