সংগৃহীত ছবি
বান্দরবানের নাইক্ষ্যাংছড়ি ও তমব্রু সীমান্তে চলমান গোলাগুলি থেকে নিজেদের বাঁচাতে বাংলাদেশ বর্ডার গার্ডের ক্যাম্পে আশ্রয় নিয়েছে ১৪ মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। ধুমধুম বিজিবি ক্যাম্পে তারা আশ্রয় নিয়েছে বলে জানা গেছে।
একইসঙ্গে ৩০ জনেরও বেশি বিজিপি সদস্য বাংলাদেশে ঢোকার জন্য অবস্থান নিয়েছে বলে নিশ্চিত করেছেন ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ।
শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত থেকেই বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ও তুমব্রু সীমান্তে থেমে থেমে গুলি ও বোমা বর্ষণ চলতে থাকে। এ সময় বেশ কয়েকটি মর্টার শেল এসে পড়ে বাংলাদেশের ভেতর। মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ছোড়া গুলিতে দুইজন বাংলাদেশির আহত হওয়ার খবর পাওয়া গেছে।
দুই দেশের সীমান্তে উত্তেজনা বেড়ে যাওয়ায় সীমান্তবর্তী অঞ্চলের লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে ইতোমধ্যেই।
গোলাগুলিতে হতাহত হওয়ার ভয়ে প্রাণ বাঁচাতে ১৪ বিজিপি সদস্য ঢুকে পড়ে বাংলাদেশের ভূখণ্ডে। পরবর্তিতে তাদের ধুমধুম বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
এদিকে সীমান্তে ইতোমধ্যেই বিজিবি সতর্কতা বাড়িয়ে দিয়েছে বলে জানা গেছে। সর্বোচ্চ সতর্কাবস্থায় তারা রয়েছে বলে জানানো হয়েছে।
বাংলাবার্তা/এনএ