মর্টার শেলে নিহত ব্যক্তি (ছবি: বাংলাবার্তা)
মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেল বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম এলাকায় প্রবেশ করে। এতে বাংলাদেশি এক নারীসহ দুইজন মারা যান। অন্য একজন হলেন রোহিঙ্গা শ্রমিক।
সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউপির ৪ নম্বর ওয়ার্ডের জলপাইতলি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন, বাংলাদেশি নারী জলপাইতলি এলাকার বাদশা মিয়ার স্ত্রী হোসনে আরা (৫২)। এছাড়া নিহত রোহিঙ্গা শ্রমিকের পরিচয় জানা যায়নি।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এদিন হোসনে আরা ও এক রোহিঙ্গ শ্রমিক বাড়িতে দুপুরে খাবার খাচ্ছেন। এ সময় মিয়ানমারের ছোড়া মর্টার শেল তাদের শরীরে এসে পড়ে। এতে ঘটনাস্থলেই রোহিঙ্গা শ্রমিক মারা যায়। আর গুরুতর আহত অবস্থায় হোসনে আরাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: মিয়ানমারের ছোঁড়া গুলি এসে পড়লো সিএনজিতে, স্থানীয়দের মধ্যে আতঙ্ক
বিজিবি সূত্র জানায়, রোববার (৪ ফেব্রুয়ারি) ভোর থেকে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সদস্যরা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেওয়া শুরু করেন। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত এলাকা দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন।
বাংলাবার্তা/এসএ