মানববন্ধন (ছবি: বাংলাবার্তা)
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদক ব্যবসা ও বাসা বাড়িতে পতিতালয় উচ্ছেদের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (৫ ফ্রেব্রুয়ারি) বিকালে উপজেলার চৌডলা ইউনিয়নের বেলাল বাজারে এ মানববন্ধন করে এলাকাবাসী।
এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, গোমস্তাপুর-কানসাট সড়কের চৌডলা ইউনিয়নের বেলাল বাজার এলাকায় দীর্ঘদিন ধরে প্রায় প্রতিদিন ডাকাতির ঘটনা ঘটছে। বিষয়টি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেও এর কোনো প্রতিকার হয়নি। এমনকি পুলিশ কয়েকজন ডাকাত সদস্যকে আটক করলেও ডাকাতি বন্ধ করা যায়নি।
বক্তারা অভিযোগ করে বলেন, ডাকাতি ও দেহ ব্যবসার সাথে এখানকার ৩ জনের একটি অপরাধী চক্র জড়িত আছে। তারা হলেন, কারেন্ট ডাকাত, কাউসার আলী ও জবেদা বেগম। তাদের অত্যাচারে স্থানীয় সাধারণ মানুষ অতিষ্ঠ। এছাড়াও এখানে একটি গ্রামে পতিতালয় গড়ে উঠেছে। তারা বাইরে থেকে মেয়েদের নিয়ে এসে দেহ ব্যবসা করাচ্ছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. আনসারুল হক, চৌডালা ইউনিয়ন যুবলীগের সভাপতি রবিউল ইসলাম লালু, বেলাল বাজার দোকান সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাটু, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. বদিউজ্জামান, রহনপুর ইউসুফ আলী কলেজের সাবেক জিএস মনিমুল ইসলাম, চৌডালা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সুলেখা খাতুন, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুল মালেকসহ আরও অনেকে।
বাংলাবার্তা/এসএ