আটককৃত দুই মাদক ব্যবসায়ী (ছবি: বাংলাবার্তা)
ফেনী থেকে ১০০ কেজি গাঁজা নিয়ে ঢাকায় যাওয়ার পথে মাদক বিক্রেতাসহ ২ জনকে আটক করেছে র্যাব। এ সময় মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
সোমবার (৫ ফেব্রুয়ারি) রাতে তাদের আটক করা হয়। পরে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আটককৃতরা হলেন, চট্টগ্রামের ভূজপুর থানার পূর্ব সোনাই কড়ই বাগান গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মো. বেলাল হোসেন (২৭) এবং বাচ্চু মিয়ার ছেলে শাহাদাত হোসেন বাবলু (২৮)।
র্যাব-৭ ফেনী ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে র্যাবের একটি দল ফেনী শহরের সালাউদ্দিন মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন একটি পিকআপে তল্লাশী চালানো হয়। পিকআপে লোহার একটি বাক্সে বিশেষ কায়দায় লুকানো ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়ির চালক বেলাল হোসেন ও মাদককারবারী বাবুল হোসেনকে আটক করে র্যাব। একই সাথে মাদক পাচার কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।
বাংলাবার্তা/এসএ