ছবি: বাংলাবার্তা
বান্দরবান-থানচি সড়কে চাঁদা দাবি করায় বাস চলাল বন্ধ রেখেছে বাস চালকেরা। বুধবার (৭ ফেব্রুয়ারি) রুমা, থানচি ও রোয়াংছড়ি মালিক সমিতির অফিস সহকারি মিলন দাশ এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ১৫ দিন আগে পাহাড়ের একটি সশস্ত্র সংগঠন থানচি-বান্দরবান সড়কে যে সকল বাস চলাচল করে সেগুলোর জন্য ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় গত ৯ দিন আগে কয়েকজন চালকের মোবাইল ছিনিয়ে নেয় সংগঠনটি। পরে চাঁদা না দিলে যাত্রীসহ বাস পুড়িয়ে দেওয়ারও হুমকি দেয় তারা। এ অভিযোগে মঙ্গলবার থেকে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল বন্ধ রাখে চালকরা। এতে দূর্ভোগ পোহাতে হচ্ছে থানচি-বান্দরবান সড়কে চলাচলকারী পর্যটক ও স্থানীয় যাত্রীদের।
আরও পড়ুন: মিয়ানমারের ছোড়া মর্টারশেল আবারও বাংলাদেশে, আতঙ্কে এলাকাবাসী
মোহাম্মদ শাহারিয়ার নামে এক পর্যটক জানান, বুধবার সকালে থানচি নাফাকুম পর্যটন স্পট ভ্রমণের উদ্দেশ্যে বান্দরবানের থানচি বাস স্টেশনে আসেন এ পর্যটক দম্পতি। স্টেশনে এসে দেখেন এ সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। অন্য গাড়ি গুলোতেও পর্যটক হওয়ায় তাদের নিচ্ছে না। ফলে চরম বিপাকে পড়তে হচ্ছে তাদের।
এ বিষয়ে থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বাস মালিকদের সাথে কথা বলেছি। প্রয়োজনে পুলিশ স্কট দেওয়া হবে। তবুও তারা ভয়ে গাড়ি ছাড়ছে না বলেও জানান তিনি।
বাংলাবার্তা/এসএ