ছবি: বাংলাবার্তা
ফেনীর ফুলগাজী উপজেলায় এসএসসি পরীক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করেছে প্রশাসন। বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জিএমহাট ইউনিয়নে এ ঘটনা ঘটে।
বাল্যবিয়ে থেকে রক্ষা পাওয়া ওই শিক্ষার্থী স্থানীয় জিএম হাট ইউনিয়নের একটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। আগামী ১৫ ফেব্রুয়ারি তার পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, ফুলগাজী সদর ইউনিয়নের দক্ষিণ বাশুড়া গ্রামের এক যুবকের সাথে জিএমহাট ইউনিয়নের ওই ছাত্রীর বিয়ে হওয়ার কথা ছিল। সামাজিক নিয়মে বিয়ের আনুসাঙ্গীক আয়োজনও করে ওই ছাত্রীর পরিবার। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আল আমিন।
এ সময় তিনি ওই ছাত্রীর বয়স সংক্রান্ত যাবতীয় ডকুমেন্টস দেখে তার বয়স ১৮ বছর না হওয়ার বিষয়টি নিশ্চিত হন। পরে তাৎক্ষণিক তিনি বিয়ের যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করে কনের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করে। একই সাথে ওই ছাত্রীকে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে না দেওয়ার শর্তে মুছলেকা নেন উপজেলা প্রশাসন।
এ তথ্য নিশ্চিত করেছেন ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূইয়া।
বাংলাবার্তা/এসএ