পঞ্চগড়ে শীত। ছবি: বাংলাবার্তা
মাঘ মাসের শেষ সপ্তাহে শীতে কাঁপছে রংপুর বিভাগের মানুষ, নেই বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরাঞ্চলের পঞ্চগড় জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। তা আরও কয়েকদিন অব্যাহত থাকবে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দেশে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে ৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
চুয়াডাঙ্গা, রাজশাহী, বগুড়াজেলাসহ ঈশ্বরদী, বদলগাছী ও তাড়াশ উপজেলা ওপর দিয়েও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
আগামী ৪৮ ঘন্টা আবহাওয়ার পূর্বাভাস :
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে আর উত্তরাঞ্চলে বাড়তে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আর সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আগামী পাঁচ দিন তাপমাত্রা আরও বাড়তে পারে।
বাংলাবার্তা/এআর