চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার (ছবি: বাংলাবার্তা)
চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে আবুল কালাম আজাদ (৩১) নামে এক বন্দির মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে জেলা হাসপাতালে তার মৃত্যু হয়।
মৃত বন্দি আবুল কালাম আজাদ জেলার ভোলাহাট উপজেলার তেলিপাড়া গ্রামের শাহাবুদ্দিনের ছেলে।
আবুল কালাম আজাদের স্ত্রী বৃষ্টি খাতুন জানান, ২০ দিন আগে মাদকদ্রব্য অধিদপ্তরের লোকজন আমার স্বামীকে সুস্থ অবস্থায় মাদকসহ আটক করে। পরে তাকে এক মাসের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়। আজ দুপুরে হঠাৎ করে খবর আসে আমার স্বামী আবুল কালাম আজাদ কারাগারে মারা গেছে।
আরও পড়ুন: সড়কে চাঁদা আদায়কালে আটক ২
জেল সুপার মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, মাদক মামলায় ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের সাজা দিয়ে কারাগারে পাঠান। কারাবাসের ২০ দিন পর শুক্রবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই বন্দিকে মৃত ঘোষণা করেন।
পরে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। সেখানে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাবার্তা/এসএ