ছবি: বাংলাবার্তা
কোরিয়ান ব্যান্ড দল বিটিএসে যোগ দিতে ১৮ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে ঘর ছেড়েছে নারায়ণগঞ্জের ১৮ বছর বয়সী এক কিশোরী। স্বর্ণালঙ্কারের সঙ্গে নগদ বাসা থেকে নগদ ৫ হাজার টাকাও নিয়ে গেছে বলে জানা যায়।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) মেয়েটির বাবা ফতুল্লা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
নিখোঁজ কিশোরীর বাবা সংবাদমাধ্যমে বলেন, '২১ জানুয়ারি রাত ২টার দিকে নগদ ৫ হাজার টাকা ও প্রায় ১৮ ভরি স্বর্ণালঙ্কারসহ তার মেয়ে বাড়ি থেকে কাউকে না জানিয়ে বেরিয়ে যায়।
প্রথমে প্রেমের টানে বাড়ি ছাড়ার বিষয়টি মনে করায় লোকলজ্জার ভয়ে থানায় কোনো অভিযোগ দায়ের বা এ বিষয়ে কাউকেই কিছু জানানো হয়নি। ৯ ফেব্রুয়ার আমার মেয়ে তার এক চাচাতো বোনকে জানায়, সে বিটিএস গ্রুপের সাথে আছে এবং দ্রুতই কোরিয়া গিয়ে বিটিএস দলের সাথে যোগ দেবে।
তখন আমার ভাতিজি বিষয়টি আমাদের জানায়। একইসঙ্গে তার থেকে আমরা জানতে পারি সম্প্রতি বিটিএসভক্ত হারিয়ে যাওয়া তিন কিশোরীর উদ্ধারের কথাও। আমার মেয়ে ফেসবুকে বিটিএসের নাচ গানের ভিডিও দিত, ওর ঘরে ছবিও টানানো বিটিএস সদস্যদের। তাই দেরি না করে সঙ্গে সঙ্গে থানায় অভিযোগ দায়ের করেছি।'
বাংলাবার্তা/এনএ