ফাইল ছবি
কুমিল্লার দাউদকান্দিতে সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
রোববার গৌরিপুর-কচুয়া সড়কের মহানন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় এখনও শণাক্ত করা সম্ভব হয়নি।
দাউদকান্দি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বাংলা বার্তাকে বলেন, 'এখন পর্যন্ত পাঁচ জন নিহতের খবর আছে আমাদের কাছে। তাদের পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।'
এ দুর্ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন। আহতদের কচুয়া সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।