পেঁয়াজ (ছবি: সংগৃহীত)
দেশের বাজারে আবারও দাম বেড়েছে পেঁয়াজের। কেজিতে বেড়েছে ৪০-৫০ টাকা করে। দিনাজপুর ও হিলি স্থলবন্দরে এক সপ্তাহের ব্যবধানে এ বৃদ্ধি পায়। এর আগে কয়েক দফায় দাম বেড়ে সেঞ্চুরিও পার হয়েছিল।
রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে হিলিতে খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। একই চিত্র দিনাজপুর শহরের বাহাদুর বাজারেও। তবে স্থানীয়রা বলছেন, পেঁয়াজের সরবরাহ কম এবং চাহিদা বেশি থাকায় এর দাম বেড়েছে।
হিলিতে স্থলবন্দর বাজারে পেঁয়াজ কিনতে আসা হেলাল নামে ক্রেতা জানান, ১২০ টাকা দরে পেঁয়াজ কিনতে হয়েছে, অথচ এক সপ্তাহ আগে ৭০ টাকা করে কিনেছি। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ৫০ টাকা। রমজানের আগে এভাবে দ্রব্যমূলের দাম বেড়ে গেলে সংসার চালাবো কিভাবে। আমাদের মতো মধ্যবিত্তদের না খেয়ে থাকতে হবে বলেও তিনি আক্ষেপ প্রকাশ করেন।
একই বাজারের বিক্রেতা আবুল কালাম জানান, এক সপ্তাহ আগে ৬৫-৭৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করলেও এখন আমাদের বেশি দামে কিনতে হয়। আড়ত থেকে ১০৫ থেকে ১১০ টাকা দরে আমাদের পেঁয়াজ কিনতে হয়। এরপর ১১০-১২০ টাকা দরে আমাদের বিক্রি করতে হয়। এর মধ্যে পরিবহন খরচসহ অন্যান্য খরচ তো আছেই।
পেঁয়াজের হঠাৎ এমন দাম বৃদ্ধির কারণ হিসেবে এই ব্যবসায়ী বলেন, পেঁয়াজের সরবরাহ কম এবং চাহিদা বেড়ে যাওয়ায় দাম বেড়ে গেছে। এতে আমাদের কিছুই করার নেই। একই চিত্র দেখা গেছে দিনাজপুর শহরের বাহাদুর বাজারেও
দেশের ভেতরে হঠাৎ দাম বেড়ে যাওয়ার কারণ হিসেবে জানা যায়, গত বছরের ৮ ডিসেম্বর ভারত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে, যা চলতি বছরের মার্চ মাস পর্যন্ত থাকবে।
বাংলাবার্তা/এসএ