বোমা নিষ্ক্রিয়করণ (ছবি: বাংলাবার্তা)
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তুমব্রু সীমান্তে অবিস্ফোরিত দুটি মর্টারশেল নিষ্ক্রিয় করেছে বিজিবি। রোববার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে তুমব্রু সড়কের পাশে এই মর্টারশেল দুটি নিষ্ক্রিয় করা হয়।
জানা যায়, শুক্রবার ও শনিবার তুমব্রু সীমান্ত এলাকায় ধানের জমিতে ও তুমব্রু বিওপি সংলগ্ন ব্রিজের পাশ থেকে অবিস্ফোরিত দুটি মর্টারশেল উদ্ধার করেন বিজিবি। সেগুলো রোববার বিকাল ৪টার দিকে বিজিবি ও সেনাবাহিনীর বোমা বিষ্ফোরক দল সড়কের পাশে একটি পরিত্যক্ত জায়গায় মর্টারশেল দুটি নিষ্ক্রিয় করেন।
ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানান, মিয়ানমারের জান্তা বাহিনীর ফেলে যাওয়া উদ্ধারকৃত দুটি মর্টারশেল নিষ্ক্রিয় করা হয়েছে। সেনাবাহিনী ও বিজিবির বোমা বিস্ফোরক দল মর্টারশেল দুটি নিষ্ক্রিয় করেন বলে জানান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইট অংশটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মান্নান বলেন, গত দুদিন আগে ঘুমধুম সীমান্তে উদ্ধারকৃত দুটি মর্টারশেল নিষ্ক্রিয় করেছে বিজিবি ও সেনাবাহিনী।
বাংলাবার্তা/এসএ