ভোটগ্রহণ (ছবি: সংগৃহীত)
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ চলছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।
এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন প্রার্থী। এর মধ্যে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টির তোফাজ্জল হোসেন, স্বতন্ত্র প্রার্থী মো. মেহেদী মাহমুদ রেজা এবং এইচএম আখতারুল আলম।
এ আসনে ভোটগ্রহণকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, আনসার, গ্রাম পুলিশ, র্যাবের ৪টি টিম এবং ৮ প্লাটুন বিজিবি। এখানে ১২৪টি ভোট কেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রদান করবেন ৩ লাখ ৫৬ হাজার ১৩২ জন।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি এই আসনে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু একজন প্রার্থীর মৃত্যুতে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। পরবর্তীতে নতুন তফসিল ঘোষণা করে এদিন ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়।
বাংলাবার্তা/এসএ