ফেনীতে এসএসসি পরীক্ষা। ছবি: বাংলাবার্তা
ফেনীতে ৩৭টি কেন্দ্রে এসএসসি বা সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৭৮ পরীক্ষার্থী।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ফেনী জেলা প্রশাসন এ তথ্য জানায়।
জেলা প্রশাসন জানায়, ফেনীর ২১ হাজার ২৩০ পরীক্ষার্থীর মধ্যে এসএসসিতে ১৫ হাজার ২৬১ জন, দাখিলে ৪ হাজার ৮৯৮ জন ও ভোকেশনালে ১ হাজার ৭১ জন পরীক্ষার্থী অংশ নেয়। প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল এসএসসিতে ১০৭ জন, দাখিলে ৬৯ জন ও ভোকেশনালে ২ জনসহ ১৭৮ জন। অনুপস্থিতির বিষয়ে কোন তথ্য জানাতে পারেনি জেলা প্রশাসন।
এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফী উল্লাহ জানান, সুন্দর ও সুষ্ঠুভাবে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা চলাকালে কেন্দ্রের সার্বিক নিরাপত্তায় পর্যাপ্ত আইনশৃংখলা বাহিনী নিয়োজিত ছিলো।
ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার সাংবাদিকদের বলেন, প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষায় ১৭৮ জন অংশগ্রহণ করেনি। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছিল। পরীক্ষা চলাকালে কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা এবং লাল পতাকাও উত্তোলন করা হয়।
বাংলাবার্তা/আরইউ