ছবি: বাংলাবার্তা
দেড় লাখ টাকা মূল্যের একটি গরু নিয়ে পালাতে গিয়ে হাতেনাতে স্থানীয়দের কাছে ধরা পড়লো চোর। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের কৃষক মো. সেলিম তার পালিত প্রায় দেড় লাখ টাকা মূল্যের একটি গাভী বাড়ির পাশে জমিতে বেধে রাখেন। কিছুক্ষণ পর পাশ্ববর্তী চর দরবেশ ইউনিয়নের নুরুল হকের ছেলে আনোয়ার হোসেন মাসুদ (২৩) গরুটি চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা মাসুদকে আটক করে গরুর মালিক মো. সেলিমকে খবর দেয়।
পরে খবর পেয়ে সোনাগাজী থানার এসআই মাহবুব আলম সরকার ও আবদুল ওয়াদুদ ঘটনাস্থলে এসে চোর আনোয়ার হোসেন মাসুদকে আটক করে নিয়ে যায়। এ ঘটনা গরুর মালিক মো. সেলিম বাদী হয়ে চর দরবেশ ইউনিয়নের আনোয়ার হোসেন মাসুদকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ কুমার রায় পলাশ জানান, সম্প্রতি সময়ে কয়েকটি গরু চুরির অভিযোগ পাওয়া গেছে। গ্রেফতার মাসুদকে বৃহস্পতিবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাবার্তা/এসএ