আগুন (ছবি: বাংলাবার্তা)
বান্দরবানের লামা উপজেলার ইয়াংছা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে ইয়াংছা বাজারের একটি জ্বালানি তেলের দোকান থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে।
এ ঘটনায় জ্বালানি তেলের দোকানদার এনায়েত হোসেন আগুনে পুড়ে গুরুতর আহত হয়েছে। তাকে লামা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফাঁসিয়াখালী ইউনিয়ন চেয়ারম্যান মো. নুরুল হোসাইন জানান, আগুনের সূত্রপাত হওয়ার পর থেকে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
বাজার ব্যবসায়ীরা বলছেন, অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা সাফায়েত হোসেন জানান, অগ্নিকাণ্ডের ঘটনার ২০ মিনিটের মধ্যে আমার টিম ঘটনাস্থলে পৌঁছাই। স্থানীয়দের সহায়তায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে এর মধ্যে ১০টি দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতি পরিমাণ আনুমানিক কোটি টাকার উপরে হবে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাবার্তা/এসএ