সড়ক দুর্ঘটনা। ছবি: সংগৃহীত
বাসচাপায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় টাঙ্গাইলের গোপালপুরের ঝাওয়াইল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মৃত কামরুজ্জামান তোতার স্ত্রী চায়না বেগম (৪৮) ও ছেলে শাকিব মিয়া (১৯)।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল ইসলাম তৈয়ব বলেন, মোটরসাইকেলে করে আজ সকালে শাকিব তার মাকে নিয়ে গোপালপুর উপজেলা শহরে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাসের সাথে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।
তিনি আরও জনান, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটিকে আটক করা হলেও বাসের চালক এবং তার সহকারী পালিয়ে যায়।
বাংলাবার্তা/আরইউ