মাহবুব হোসেন। ছবি: বাংলাবার্তা
আজীবন সংগ্রামী নেত্রী ইলামিত্র ও ঐতিহাসিক তেভাগা আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গড়ে তোলা ‘ইলামিত্র স্মৃতি সংগ্রহ শালার’ শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নাচোলের রাওতাড়া গ্রামে সংগ্রহশালাটির উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।
তেভাগা আন্দোলনের স্মৃতিবিজড়িত রাওতাড়া গ্রামে ইলামিত্র মঠের পাশেই চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ২৬ শতক জমির ওপর নির্মাণ করা হয় এই সংগ্রহশালা।
উদ্বোধন শেষে পরে অতিথিবৃন্দ সংগ্রশালাটি ঘুরে দেখেন। এ সময় প্রধান অতিথি মাহবুব হোসেন গণমাধ্যমকে জানান, বিস্মৃতির অতলে হারিয়ে যাওয়া ইতিহাসের এক গৌরবজনক অধ্যায়ের একটি অংশ ইলামিত্র ও তেভাগা আন্দোলন। আর তা ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে জানাতেই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শুধু স্মতি সংগ্রশালাই নয়; দর্শনার্থীরা যাতে ভালো সময় কাটাতে পারে সেজন্য ইলামিত্রের স্মৃতি বিজড়িত এই এলাকায়, বিনোদনের নানা উপকরণসহ ইতিহাসের সাথে দর্শনার্থীরা যাতে একাত্ম হতে পারেন সে ব্যবস্থাও গ্রহন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির, জেলা প্রশাসক একেএম গালিভ খান, পুলিশ সুপার ছাইদুল হাসানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
বাংলাবার্তা/এআর