বাস চলাচল বন্ধ (ছবি: সংগৃহীত)
বান্দরবানের রুমা উপজেলায় বান্দরবান বাস সার্ভিসের লাইনম্যান লুপ্রু মারমার উপর হামলার প্রতিবাদে জেলার তিন উপজেলায় (রুমা, থানচি ও রোয়াংছড়ি) অনির্দিষ্টকালের জন্য সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে।
রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে রুমা, থানচি ও রোয়াংছড়ি বাস মালিক সমিতির পক্ষ থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, কিছুদিন আগে বান্দরবান-থানচি সড়কে চলাচলকারী বাস গুলো থেকে বাৎসরিক চাঁদা দাবি করে পাহাড়ি সন্ত্রাসীরা। এ ঘটনাকে কেন্দ্র করে তিনদিন বাস চলাচল বন্ধ ছিল। পরে রুমার রিঝুক পাড়া থেকে চাঁদা না দেওয়ায় ১৩ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৫টায় উহ্লা চিং মারমাকে (৩৫) গুলি করে আহত করে সন্ত্রাসীরা। এ ঘটনাকে কেন্দ্র করে রুমায় বাস সার্ভিসের লাইনম্যান লুপ্রু মারমার উপর হামলা করে কেএনএফ এর সদস্যরা। বর্তমানে রুমা বাজার এলাকায় বম ও মারমার সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লা চিং মারমা জানান, তার ছোট ভাই রুমা বাস স্টেশনের লাইনম্যান লুপ্রু মারমাকে সকালে বাড়ি থেকে বাস স্টেশনে যাওয়ার সময় পলিকা পাড়া শ্বশান এলাকায় কুকিচিন ন্যাশনাল আর্মির সদস্যরা ধরে নিয়ে গিয়ে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হলে পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
বান্দরবান-রোয়াংছড়ি-রুমা-থানছি মোটরযান পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম বলেন, সকালে বান্দরবান থেকে বাঘমারা ও রোয়াংছড়ি বাস চলাচল স্বাভাবিক ছিল। কিন্তু রুমা ও থানছি স্টেশন থেকে বান্দরবানে সকাল থেকে কোন বাস ছেড়ে যায়নি।
আরও পড়ুন: টাঙ্গাইলে সড়কে ঝরল মা ও ছেলের প্রাণ
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান বলেন, রুমায় এক বিচ্ছিন্ন ঘটনার কারণে বাস চলাচল বন্ধ রেখেছে বলে শুনেছি। সকাল থেকে আইনশৃংখলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন জানান, বান্দরবানের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গাড়ি চলাচল স্বাভাবিক করতে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে।
বাংলাবার্তা/এসএ