শহীদ মিনার (ছবি: বাংলাবার্তা)
নরসিংদীর জেলায় ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে নেই স্থায়ী শহীদ মিনার। এসব প্রতিষ্ঠানে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অস্থায়ী শহীদ মিনার তৈরি করে শ্রদ্ধা নিবেদন করা হয়। আবার কিছু প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফুল দিতে যায় দূরের কোনো শহীদ মিনারে। আবার যেসব প্রতিষ্ঠানে শহীদ মিনার আছে, সেগুলো সারা বছর পড়ে থাকে অযত্ন-অবহেলায়।
জেলার কারারচর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী রিমি, মীম জানায়, ভাষা আন্দোলনের ৭০ বছর পার হলেও নানা কারণে জেলার অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো নির্মিত হয়নি শহীদ মিনার। ফলে ভাষা আন্দোলনের ইতিহাস ও শহীদদের সম্পর্কে আমরা জানতে পারছি না। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার থাকা প্রয়োজন।
শিবপুর গ্যালস স্কুলের সহকারী প্রধান শিক্ষক ইকবাল হোসেন বলেন, অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। শহীদ মিনার না থাকায় শিক্ষার্থীরা কলাগাছ দিয়ে অস্থায়ী শহীদ মিনার তৈরি করে শহীদের প্রতি শ্রদ্ধা জানায়। এতে নতুন প্রজন্মরা অনেক কিছু জানতে পারে না।
নরসিংদী জেলা শিক্ষা অফিসার মো. মোবারুল ইসলাম জানান, জেলায় ৩৩৩টি মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসা রয়েছে। এর মধ্যে ৮৯ টিতে নেই শহীদ মিনার। শহীদ মিনার নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আবেদন পাঠানো হয়েছে। সরকারিভাবে বরাদ্দ পেলে শহীদ মিনার নির্মাণ করা হবে।
বাংলাবার্তা/এসএ