ইতালি যাওয়ার পথে মারা যাওয়া চারজন (ছবি: সংগৃহীত)
অবৈধ পথে স্বপ্নের দেশ ইতালিতে যাওয়ার পথে নৌকাডুবিতে ৮ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জন মাদারীপুর জেলার বাসিন্দা। আদরের সন্তানকে হারিয়ে দিশেহারা নিহতের পরিবারগুলো।
জানা যায়, সমুদ্র পথে ইতালিতে যাওয়ার জন্য গত ১৪ জানুয়ারি মাদারীপুরের রাজৈর এবং গোপালগঞ্জের কয়েকজন যুবক বাড়ি থেকে বের হন। এরপর তারা লিবিয়াতে অবস্থান করেন। পরে ১৪ ফেব্রুয়ারি দালালের মাধ্যমে ইঞ্জিনচালিত নৌকায় করে ইতালির উদ্দেশ্যে রওনা হয় তারা। ৩২ জনের ধারনক্ষমতার নৌকায় ৫২ জনকে নেয় দালাল চক্র। পথে তিউনিসিয়ার ভূমধ্যসাগরে নৌকার ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এরপর সেখানেই নৌকাটি ডুবে যায়। এতে ৮ বাংলাদেশি যুবক মারা যায়।
সমুদ্র পথে মারা যাওয়া ব্যক্তিরা হলেন, মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের কোদালিয়া গ্রামের মিজানুর রহমান কাজীর ছেলে সজীব কাজী (১৯), খালিয়া ইউনিয়নের পশ্চিম স্বরমঙ্গল গ্রামের ইউসুফ আলী শেখের ছেলে মামুন শেখ (২২), একই ইউনিয়নের সেনদিয়া গ্রামের সুনীল বৈরাগীর ছেলে সজল বৈরাগী (২২), কদমবাড়ির ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের পরিতোষ বিশ্বাসের ছেলে নয়ন বিশ্বাস (২৪) এবং কবিরাজপুর ইউনিয়নের কেশরদিয়া গ্রামের কাওসার হোসেন (২২)।
বাকি ৩ জন হলেন, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদি ইউনিয়নের বড়দিয়া গ্রামের দাদন মিয়ার ছেলে রিফাদ (২১), দিকনগর ইউনিয়নের ফতেয়পট্টি এলাকার মো. রাসেল (২০) এবং গয়লাকান্দি গ্রামের পান্নু শেখের ছেলে ইসরুল কায়েস আপন (২২)।
মারা যাওয়া সজীব কাজীর বাবা মিজানুর রহমান কাজী বলেন, ঋণ করে ছেলের ইতালি যাওয়ার জন্য টাকা ব্যবস্থা করেছি। ভেবেছিলাম ছেলে ইতালি যেতে পারলে দু:খ কষ্ট লাঘব হবে। কিন্তু এখন ঋণদাতারা টাকার জন্য চাপ দিচ্ছে। কিভাবে দিনাতিপাত করবো, সেটা নিয়ে দুশ্চিন্তা বেড়েছে। এখন বেচে থাকাটাই কঠিন হয়ে পড়েছে। সরকারি সহযোগিতা না পেলে না খেয়ে মরতে হবে বলেই তিনি কান্নায় ভেঙে পড়েন।
নিহত মামুন শেখের বড় ভাই সজিব শেখ জানান, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের সুন্দরদী গ্রামের বাদশা কাজীর ছেলে মোশারফ কাজী দালাল চক্রের সক্রিয় সদস্য। আমার ভাইকে নানা প্রলোভন দেখিয়ে ইতালিতে যেতে রাজি করায়। প্রত্যেকের কাছ থেকে ১৩-১৫ লাখ টাকা করে নিয়েছে। পরে লিবিয়া থেকে অতিরিক্ত বোঝাই করে ইঞ্জিনচালিত নৌকা ইতালির উদ্দেশ্যে পাঠালে নৌকাটি ডুবে যায়।
এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, সমুদ্র পথে ইতালিতে যাওয়ার পথে রাজৈর উপজেলার ৫ যুবক মারা গেছে শুনেছি। এটা খুবই মর্মান্তিক ঘটনা। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেন, মাদারীপুর এবং গোপালগঞ্জ এ দালাল চক্র সক্রিয় আছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে। সমুদ্র পথে মাদারীপুরের পাঁচজন মারা গেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাবার্তা/এসএ