২ সন্তানকে বিষপান। ছবি: বাংলাবার্তা
পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে বিষপান করিয়ে, মা নিজেও বিষপানের ঘটনা ঘটেছে। এতে মায়ের মৃত্যু হয়েছে। আর শিশু ২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের শ্রীপুর উত্তর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সরকারি হাসপাতাল সূত্র জানায়, বিষপান করা গৃহবধূর নাম তানিয়া আক্তার (২৭)। হাসপাতালে আসার পূর্বেই তিনি মারা গেছেন। তবে তার বিষপান করানো তাবাচ্ছুম (৬) ও ফাতেহা (৪) নামে দুই শিশু সন্তান চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছে।
চাঁদপুর সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহেল রানা বলেন, শিশু ২ জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চালিয়ে যাওয়া হচ্ছে। তবে তরাএখনও আশঙ্কামুক্ত নয়।
বাংলাবার্তা/এআর