পাঠাগার উদ্বোধন (ছবি: বাংলাবার্তা)
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বান্দরবানের ত্রিপুরা ছাত্রাবাসে একটি পাঠাগার উদ্বোধন করেছে সেনা রিজিয়ন।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান সদর উপজেলার লেমুঝিড়ি পাড়া এলাকায় ত্রিপুরা ছাত্রাবাসে এ পাঠাগার উদ্বোধন করেন বান্দরবান সদর জোনের কমান্ডার লে. কর্নেল এএসএম মাহমুদুল হাসান পিএসসি।
এ সময় বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে পাঠাগারের জন্য একটি বুকস্লাপ, ৩০টি চেয়ার, দুটি টেবিল এবং ১০০টি বই দেওয়া হয়।
অনুষ্ঠানে জোন কমান্ডার লে. কর্নেল এএসএম মাহমুদুল হাসান বলেন, জ্ঞান আহরণের পাশাপাশি পাঠাগারটি মানুষের বাহ্যিক জ্ঞানকে আরও বেশি প্রসারিত করবে। বই পড়া মানুষকে যেমন আনন্দ দেয় তেমনি জ্ঞানী করে তোলে। সুতরাং সকলের প্রতি এই আহ্বান থাকবে এ পাঠাগারটিকে ব্যবহার করে অর্জিত জ্ঞানকে নিজের দেশের জন্য বিলিয়ে দেবেন। সেনা রিজিনের এই মহতী কর্মকাণ্ড ভবিষ্যতেও চলমান থাকবে বলেও জানান তিনি।
এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউএনডিপির কর্মকর্তা খুশী রায় ত্রিপুরা, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংসাহ্লা মারমাসহ আরও অনেকে।
বাংলাবার্তা/এসএ