ফেনীতে বইমেলার উদ্বোধন । ছবি: বাংলাবার্তা
নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফেনীতে শুরু হয়েছে ৬ দিনব্যাপী অমর একুশে বইমেলা।
ফেনী পৌরসভা মেয়র মো. নজরুল ইসলাম স্বপন মিয়াজীর আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন ফেনী জেলাপ্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়ে এ মেলা ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন বিকাল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এ মেলা পাঠকদের জন্য উন্মুক্ত থাকবে। পাশাপাশি ফেনীর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে প্রতিদিন চলবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় অংশ নিয়েছে ১৫টি স্টল।
এর আগে ফেনীতে অমর একুশে বইমেলা আয়োজনের দাবিতে মানববন্ধন করেছিল লেখক, পাঠক ও সাংস্কৃতিক সংগঠকরা। সে দাবির প্রেক্ষিতে পৌর মেয়রের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার জাকির হাসান বলেন, যে উদ্দেশ্য মেলা করা হচ্ছে সেটি যাতে বাস্তবায়িত হয় সেদিকে লক্ষ্য রাখতে। বই পড়ার চর্চা বাড়াতে হবে। বই পড়ার দিকে ধাবিত হলে যুব সমাজ সামাজিক অপরাধ থেকে বিরত থাকবে।
উদ্বোধনকালে জেলাপ্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, একুশে প্রাণের মেলা আমাদের ও দাবি। একুশে ফেব্রুয়ারি কেন্দ্র করে ফেনীতে যে আলপনা করা হয়েছে এর মাধ্যমে মেলার দাবি আরও জোরদার হয়েছে।
তিনি বলেন, একুশ জাতির চেতনা। আমাদের দেশে যে বইমেলা হয় তা কোন দেশেই হয় না। এর মাধ্যমে জাতি অনেক দূর এগিয়ে যাবে। বইমেলা যে উদ্দেশ্য করা হচ্ছে সেটি বাস্তবায়নে সবাইকে সচেষ্ট থাকার আহবান জানান তিনি।
আয়োজনের বিষয়ে ফেনী পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সভাপতিত্বে ও মেলা আয়োজক কমিটির সদস্য সচিব এডভোকেট রাশেদ মাযহারের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন আহবায়ক সাংবাদিক আবু তাহের, সময় টিভির ফেনী ব্যুরো চিফ বখতেয়ার ইসলাম মুন্না, দৈনিক ফেনীর সময়ের সম্পাদক শাহাদাত হোসেন, দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমিন রিজভী, দৈনিক আমার ফেনীর সম্পাদক জমির উদ্দিন বেগ।
এছাড়াও ফেনীর সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী ও লেখক পাঠক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাংলাবার্তা/এআর