মার্কিন প্রতিনিধিদের সাথে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক (ছবি: সংগৃহীত)
বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটের দক্ষিণ ও মধ্য এশিয়ার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তারের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
ঘণ্টাব্যাপী চলা বৈঠক শেষে সাংবাদিকরা জানতে চাইলে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন ‘উনারা আমাদের আমন্ত্রণ করেছেন, আমরা এসেছি কথা-বার্তা বলেছি। এতটুকু বলতে পারবো, এর বেশি কিছু বলার নেই।’
এ দিকে ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে, বর্তমান রাজনৈতিক দৃশ্যপট এবং কারাগারে থাকা বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীর বিষয়ে আলোচনা হয়েছে।
এ বৈঠকে আফরিন আক্তার ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
বাংলাবার্তা/এসএ