গণিত উৎসব। ছবি : সংগৃহীত
‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ শ্লোগানকে সামনে রেখে আঞ্চলিক গণিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ফেনী সরকারী কলেজ মাঠে বেলুন ও পতাকা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মোহাম্মদ বাতেন।
বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির আয়োজনে দৈনিক প্রথম আলোর ব্যবস্থাপনায় এ উৎসবের পৃষ্ঠপোষকতা করে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। প্রতিযোগিতায় ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও খাগড়াছড়ি জেলার ৪৮০ জন শিক্ষার্থী প্রাইমারী, জুনিয়র, সেকেন্ডারী ও হাইয়ার সেকেন্ডারী ক্যাটাগরিতে অংশ নেয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোক্তার হোসেইন এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ডাচ বাংলা ব্যাংক লিমিটেড ফেনীর ব্যবস্থাপক একেএম রায়হান কাউসার । পরে উৎসবের উদ্বোধন ঘোষনা করেন ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন।
বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির প্রথম পরীক্ষা নিয়ন্ত্রক গাজীউল হকের সঞ্চালনায় উদ্বোধনী ও প্রশ্নোত্তর পর্বে ফেনী সরকারি কলেজের উপাধ্যক্ষ মো.দেলোয়ার হোসেন, চুয়েটের গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব, চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটির গণিত বিভাগপর চেয়ারম্যান মো. ইফতেখার মনির, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. নিজাম উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রাজীব কর্মকার, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মো. আবদুল করিম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক আফরিনা আক্তার, ফেনী সরকারী কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান আফতাব উদ্দিন, সহকারী অধ্যাপক মো. জহির উদ্দিন, উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মোশারফ হোসেন, জয়নাল হাজারী কলেজের সাবেক অধ্যক্ষ মো. আবদুল হালিম, প্রথম আলো ফেনী প্রতিনিধি আবু তাহের, ফেনী সরকারি কলেজের ছাত্র সংসদের ভিপি তোফায়েল আহম্মদ তপু, প্রথম আলোর সোনাগাজী প্রতিনিধি মো.আমজাদ হোসাইন ও ফেনী বন্ধুসভার সভাপতি বিজয় নাথ শুভেচ্ছা বক্তব্য দেন।
প্রশ্নোত্তর পর্ব শেষে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী পর্বে চার ক্যাটাগরির বিজয়ী ৩০ জন ক্ষুদে গণিতবিদের নাম ঘোষণাসহ তাদেরকে মেডেল ও পুরস্কার তুলে দেওয়া হয়।
বাংলাবার্তা/এআর