সোনামসজিদ স্থলবন্দর। ছবি: বাংলাবার্তা
শবে বরাতের ছুটি থাকায় সোমবার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি । তবে খোলা আছে যাত্রীদের ইমিগ্রেশন।
এ তথ্য নিশ্চিত করেছেন সোনামসজিদ স্থলবন্দর কাস্টমস স্টেশনের উপ-কমিশনার নূর-উদ্দিন মিলন।
নূর-উদ্দিন মিলন জানান, শবে বরাতের সরকারি ছুটি থাকায় সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে সোনামসজিদ বন্দরের সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে সোনামসজিদ-মহদীপুর পথে যাত্রীদের জন্য ইমিগ্রেশন খোলা রয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল থেকে যথারীতি সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।
সোনামসজি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো.হারুনুর রশিদ জানান, একদিন বন্দর বন্ধ থাকার বিষয়টি চিঠি দিয়ে সকল ব্যবসায়ীদের জানানো হয়েছে।
বাংলাবার্তা/এআর