সাংবাদিকদের সাথে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন (ছবি: সংগৃহীত)
স্বাস্থ্যখাতে জিরো টলারেন্স নীতি অবলম্বনের কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন জানান, ভুল চিকিৎসা বা কারো গাফিলতিতে কোনো দুর্ঘটনা ঘটলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, স্বাস্থ্যখাতকে জিরো টলারেন্স করে দিয়েছেন প্রধানমন্ত্রী। যাতে কোনো রোগী ভুল চিকিৎসার শিকার না হোন।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমার প্রথম লক্ষ্য হচ্ছে ভালো চিকিৎসাসেবা গ্রাম-গঞ্জে ছড়িয়ে দেওয়া। গ্রামের স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা হাসপাতালগুলোকে উন্নত মানের স্বাবলম্বী করা। যাতে গ্রামের কোনো রোগী চিকিৎসা নিতে ঢাকা শহরে ভিড় না করে।
বাংলাবার্তা/এসএ