গ্রেফতারকৃত ছিনতাইকারী (ছবি: সংগৃহীত)
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় চালক মনিরুল ইসলামকে চেতনানাশক খাইয়ে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) ধ্রুব জ্যোতির্ময় গোপ।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার খামার ধুবনী গ্রামের আবু বক্করের ছেলে সুরুজ্জামান (৩০) এবং রংপুরের পীরগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের শাহ আলমের ছেলে সুমন মিয়া (২৮)।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, চলতি বছরের ৪ জানুয়ারি যাত্রীবেশে ছিনতাইকারীরা পানের সঙ্গে চালক মনিরুল ইসলামকে চেতনানাশক খাইয়ে তার ইজিবাইক ছিনতাই করা হয়। পরে ছিনতাইকারীরা হাতিয়া চৌরাস্তার পাশে চালক মনিরুল ইসলামকে রাস্তায় ফেলে দিয়ে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় চালক মনিরুল ইসলাম থানায় মামলা দায়ের করেন।
তিনি আরও বলেন, পরে অভিযান চালিয়ে পীরগঞ্জ উপজেলার রসুলপুর গ্রাম থেকে সুমন ও সুরুজ্জামানকে গ্রেফতার করা হয়। এ সময় ছিনতাই হওয়া ইজিবাইক ও ৫টি ব্যাটারি জব্দ করা হয়। পরে গ্রেফতারকৃত সুরুজ্জামান ও সুমন মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বাংলাবার্তা/এসএ