ছবি সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অভিযান চালিয়ে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। এ সময় একটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভাটিয়ারি বাজারে ৩টি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আলা উদ্দিন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ এবং পরিসংখ্যানবীদ ইমাম উদ্দিন।
এ বিষয়ে ডা. নুর উদ্দিন রাশেদ জানান, অভিযানে লাইফ সেভার গায়াগনস্টিক সেন্টারকে এক্সরে টেকনিশিয়ান এবং বিশেষজ্ঞ না হয়েও ল্যাব মালিক তার নামের পাশে মিথ্যা পরিচয় এবং অন্যান্য অনিয়ম থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ল্যাবটির লাইসেন্স না থাকায় ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ ঘোষণা করে দেওয়া হয়।
এছাড়া হেলথ ভিউ ডায়াগনস্টিক ল্যাবকে এক্সরে টেকনিশিয়ান এবং ডিপ্লোমাধারী না থাকার কারণে এবং লাইসেন্স আপডেট না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে ওয়েল কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে গিয়ে কোনো অনিয়ম না পাওয়ায় তাদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
বাংলাবার্তা/এসএ