ছবি সংগৃহীত
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ৯ স্কুলছাত্রীর চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে রুনিয়া সরকার নামে এক শিক্ষিকার বিরুদ্ধে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলার সৈয়দপুর আব্দুর রহমান স্কুল অ্যান্ড কলেজে ৭ম শ্রেণির ৯ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার অভিযোগ উঠে। অভিযুক্ত রুনিয়া সরকার ওই প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের শিক্ষিকা।
ভুক্তভোগী স্কুলছাত্রীরা জানায়, হিজাব না পরে স্কুলে আসার কারণে শিক্ষিকা রুনিয়া সরকার কাঁচি দিয়ে আমাদের ক্লাসের ৯ শিক্ষার্থীর চুল কেটে দিয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা।
এ বিষয়ে সৈয়দপুর আব্দুর রহমান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিয়া ফরিদ আহমেদ জানান, চুল কাটার ঘটনার সত্য। তবে হিজাবের জন্য চুল কাটা হয়নি। শিক্ষার্থীরা একটু উশৃঙ্খলা করছিল, তাই শাস্তি হিসেবে একটু চুল কেটে দেওয়া হয়েছে। এ ব্যাপারে আমরা আবার মিটিং বসবো।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান ভূঁইয়া বলেন, চুল কাটার ঘটনাটি ওই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিয়া ফরিদ আহমেদের কাছে স্বীকার করেছেন। অভিযুক্ত শিক্ষিকাকে শোকজসহ সব ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাবার্তা/এসএ