ছবি: বাংলাবার্তা
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মার্চ) সকাল ১১টায় সুনামগঞ্জ জেলার আয়োজনে শহরের ক্রীড়া সংস্থার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সুনামগঞ্জ জেলার সভাপতি হারুন রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রণব দাস মিঠুর সঞ্চালণায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,জামালগঞ্জ উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি অতুল রঞ্জন তালুকদার,সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার,সদর উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি বাদল চন্দ্র তালুকদার,সাধারণ সম্পাদক দবির উদ্দিন,সুনামগঞ্জ সদর উপজেলা চলতি দায়িত্ব প্রধান শিক্ষক সমিতির সভাপতি আতাউর রহমান,সাধারণ সম্পাদক বিপ্লব কান্তি দাস।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দিরাই উপজেলার অনুরুদ্র দাস, ছাতকের পংকজ দত্ত, তাহিরপুরের টিটু রঞ্জন তালুকদার, গোলাম কিবরিয়া, শান্তিগঞ্জের রানা আচার্য্য, রিন্টু দাস, জামালগঞ্জের মিয়াদ হোসেন, আলা উদ্দিন, সুভাষ পালসহ আরও অনেকে।
সভায় আগামী তিন বছরের জন্য ফখরুল ইসলামকে সভাপতি ও প্রভাকর দাস মুকুলকে সাধারণ সম্পাদক এবং এরশাদ মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে জামালগঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ১৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন শিক্ষক নেতারা।
শিক্ষক নেতারা বলেন, শিক্ষক সংগঠনগুলো হলো শিক্ষকদের বিভিন্ন বিষয়ে সরকারের নিকট দাবি তুলে ধরা এবং সরকারের প্রতিনিধিদের সাথে আলাপ আলোচনা করে দাবি আদায় করা।
বাংলাবার্তা/এসএ