নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ আদালত (ছবি: সংগৃহীত)
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা হত্যা মামলার দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া একই মামলায় আরও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
রোববার (৩ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক মো. আক্তারুজ্জামান ভূঁইয়া এই রায় ঘোষণা করেন। রায়ের সময় আদালতে আসামিরা উপস্থিত ছিলেন।
কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, ২০১৪ সালের ১৭ জুন সোনারগাঁ থানায় দায়ের করা একটি হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার রায়ে ভুক্তভোগীর পরিবার সন্তোষ প্রকাশ করেছেন।
বাংলাবার্তা/এসএ