মোরশেদ আলমকে গ্রেফতার। ছবি : সংগৃহীত
রিভাইজড প্ল্যান অনুমোদন, জমি বরাদ্দ ও প্লটের বাণিজ্যিক অনুমোদনের জন্য অবৈধ ভাবে নেওয়া ঘুষের দেড় লাখ টাকাসহ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উপ-সহকারী প্রকৌশলী মুহাম্মদ মোরশেদ আলমকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (৩ মার্চ) দিনাজপুরে মোরশেদ আলমের নিজ কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে দুদকের দিনাজপুর অফিসের উপ-পরিচালক মুহাম্মদ মোয়াজ্জেম হোসেনের একটি টিম।
এ সময় তার নিকট হতে ঘুষের ১ লাখ ৫০ হাজার টাকাসহ অন্যান্য রেকর্ড জব্দ করা হয়। এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন, দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম।
দুদক সূত্রে জানা যায়, মুহাম্মদ মোরশেদ আলম ফাইল আটকে অবৈধভাবে ১ লাখ ৫০ হাজার টাকা ঘুষ গ্রহণ করে।
অভিযানে আরও ছিলেন সহকারী পরিচালক জনাব মো. নূর আলম, জনাব মো. ইসমাইল হোসেন ও জনাব মো. বুলবুল আহমেদ এবং উপসহকারী পরিচালক জনাব কামরুন্নাহার সরকার ও জনাব সাগর কুমার সাহা।
মুহাম্মদ মোরশেদ আলমের বিরুদ্ধে দন্ডবিধির ১৬১ এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ সনের ৫(২) ধারায় অপরাধ করায় রেকর্ডপত্র এবং সাক্ষ্য-প্রমাণের আলোকে কমিশনের অনুমোদনক্রমে দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ -এর বিধি ১০(১)(চ) অনুযায়ী মামলা রুজু করা হয়। পরে আসামিকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বাংলাবার্তা/এআর