ছবি সংগৃহীত
সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে ছাত্রকে গুলি করার অভিযোগ উঠেছে শিক্ষক ডা. রায়হান শরীফের বিরুদ্ধে। সোমবার (৪ মার্চ) বিকাল ৩টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ওই শিক্ষার্থীর নাম আরাফাত আমিন তমাল। তিনি ওই কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। আর অভিযুক্ত শিক্ষক ডা. রায়হান শরীফ কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক।
এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. আামিরুল হোসেন।
তিনি বলেন, ওই শিক্ষক মাঝে মধ্যেই ক্যাম্পাসে গুলি নিয়ে আসেন। এদিনও এসেছেন। যতটুকু জেনেছি তিনি অসময়ে ছাত্রদের ক্লাস নিতে বললে ছাত্ররা তাতে অপারগতা প্রকাশ করে। এতে শিক্ষার্থীদের সাথে ওই শিক্ষকের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই শিক্ষক তমালের পায়ে গুলি করেন।
অধ্যক্ষ আরও জানান, গুলিবিদ্ধ শিক্ষার্থী শঙ্কামুক্ত আছে। তাকে মেডিকেল কলেজটির হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিচার চেয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
এ ব্যাপারে সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান সাংবাদিকদের জানান, শিক্ষক এক শিক্ষর্থীকে গুলি করেছে। এ ঘটনা নিয়ে ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক ডা. রায়হান শরীফকে পুলিশ হেফাজতে নেওয়া হবে বলেও জানান তিনি।
বাংলাবার্তা/এসএ