ছবি : সংগৃহীত
গ্রাম-গঞ্জে অবৈধ চিকিৎসা ও ডাক্তারদের দৌরাত্ম্য বন্ধ করা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার দায়িত্ব নয় মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান এবং জনপ্রতিনিধিদেরও দায়িত্ব রয়েছে।
মন্ত্রী বলেন, স্থানীয় জনপ্রতিনিধিরা এ সকল জায়গা পরিদর্শন করে আমাদের প্রতিবেদন দিলে আমরা ব্যবস্থা নিতে পারবো।
বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের অন্য সকল হাসপাতালে যে অবস্থা, এখানেও একই অবস্থা। মাটিতে রোগী। আমি যেটা সমস্যা চিহ্নিত করতে পেরেছি সেটা হচ্ছে, আমাদের এখানে জনবলের অভাব বিভিন্ন উপজেলাতে।
তিনি বলেন, আমরা যদি উপজেলার হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসা দিতে পারি তাহলে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে মাটিতে রোগীদের থাকতে হবে না। আমি চেষ্টা করছি এসব সমস্যা সমাধান করতে।
বাংলাবার্তা/এসএ