
ছবি সংগৃহীত
কোন দেশ কি বললো তা দেখার বিষয় নয় জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, উন্নত দেশগুলোতে ২০-২৫ পার্সেন্ট ভোট কাস্ট হয়। আর আমাদের এখানে ৪২ পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে। এরপরও কেউ যদি বলে নির্বাচন সুষ্ঠু হয়নি তাহলে আমাদের কিছুই বলার নেই।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সুষ্ঠু গণতান্ত্রিকভাবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিন্তা করেন। সেই ভাবেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে কমিউনিটি পুলিশিং ও মাদক বিরোধী সমাবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের নেতা ইংল্যান্ড থেকে নির্দেশ দেন, আর কর্মীরা দেশে ধ্বংসলীলা করে। তাদের নেতাকর্মীদের কি হবে সেটা কি একবারও চিন্তা করেছে।
বিএনপি মানুষ পুড়িয়ে আন্দোলন করে মন্তব্য করে মন্ত্রী বলেন, তারা (বিএনপি) শুরু থেকেই ষড়যন্ত্রের মাধ্যমে এ দেশে এসেছিল। রক্তের গঙ্গা বইয়ে তাদের দলের উৎপত্তি। আর সেই জন্যই বিএনপির আন্দোলনের সঙ্গে জনগণের সম্পৃক্ততা নেই।
বাংলাবার্তা/এসএ