ছবি সংগৃহীত
মেহেরপুরে কারাগারে আব্দুল আউয়াল নামে এক বন্দির মৃত্যু হয়েছে। তিনি মাদক মামলার আসামি।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে মেহেরপুর ২৫০ শয্যা জেনরেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত আব্দুল আউয়াল জেলার গাংনী উপজেলার বামন্দী গ্রামের রকবুল হোসেনের ছেলে।
কারাগারের জেলার মো. আমানুল্লাহ জানান, মাদক মামলার আসামি হয়ে গত ১৫ জানুয়ারি আব্দুল আউয়াল কারাগারে আসেন। বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হলে তাকে জেলার ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মেহেরপুর সদর থানার ওসি শেখ কনি মিয়া সাংবাদিকদের জানান, আব্দুল আউয়ালের মরদেহ ময়না তদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।
বাংলাবার্তা/এসএ