ছবি সংগৃহীত
কুমিল্লায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও একজনকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়। একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন আদালত।
বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে কুমিল্লার জেলা আদালতের বিচারক মরিয়ম-মুন-মঞ্জুরী এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার মুরাদনগর উপজেলার বোড়ারচর গ্রামের বাতেন বেপারির ছেলে ময়নাল হোসেন (৩৩), আবু মুসার ছেলে নাজমুল হাছান (৩০) এবং মো. ছালামত খানের ছেলে মো. শাহীন খান (২০)।
আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- একই গ্রামের মজিবুর রহমানের ছেলে রবিউল হাসান (৩৪)।
বিষয়টি নিশ্চিত করে মামলার রাষ্ট্রপক্ষের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোবারক হোসেন জানান, ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি মুরাদনগর উপজেলার গাংগাটিয়া এলাকার প্রাবাসী ফারুক মিয়ার ৫ বছর সন্তানকে অপহরণ করা হয়। পরে মুক্তিপণ হিসেবে ১ লাখ টাকা দাবি করা হয়। ভুক্তভোগীর পরিবার ঋণ করে ৩৬ হাজার টাকা ব্যবস্থা করে অপহরণকারীদের দেয়। কিন্তু এরপরও অপহরণকারীরা শিশু আব্দুর রহমানকে হত্যা করে তার পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। ৪ দিন পরও শিশুটির কোনো খোজ পাওয়া না গেলে ভুক্তভোগীর পরিবার মুরাদনগর থানায় অভিযোগ করে।
তিনি আরও জানান, মামলা দায়েরের পর মুরাদনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. হামিদুল ইসলাম তদন্ত শুরু করেন। তদন্তে ময়নাল নামে একজনকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি নিয়ে ঘটনার সাথে জড়িত নাজমুল, শাহীন ও রবিউলকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি নিয়ে আদালতে জবানবন্দি দেওয়া হয়।
বাংলাবার্তা/এসএ