সড়ক দুর্ঘটনা। ছবি : সংগৃহীত
ফরিদপুরে ২টি সড়ক দুর্ঘটনায় ১ বাসচালকের সহকারীর মৃত্যু হয়েছে। অন্য এক দুর্ঘটনায় আহত ১৫ যাত্রী।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে মাওয়া হাইওয়ে এক্সপ্রেস সড়কের ভাঙ্গায় পুলিয়া এলাকায় পৃথক এ বাস দুর্ঘটনা ঘটে।
নিহত হেলপারের নাম ফেরদৌস হাওলাদার (২৮)। তিনি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া এলাকার তৈয়ব আলী হাওলাদারের ছেলে। ফেরদৌস ওয়েলকাম পরিবহন নামে বাসচালকের সহকারী ছিলেন।
আহত যাত্রীদের নাম: পরিচয় জানা যায়নি। তবে তারা ভাঙ্গা ও ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
ওয়েলকাম পরিবহনের আহত যাত্রীরা জানান, ঢাকা থেকে পিরোজপুরগামী ওয়েলকাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সি এস বি এল পেট্রল পাম্পের বিল্ডিংয়ে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে হেলপার ফেরদৌস ঘটনাস্থলেই নিহত হন।
এ সময় আহত হয়েছেন বাসের অন্তত ১৫ যাত্রী। আহতদের পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্য গুরুতর হওয়ায় গাড়ির সুপার ভাইজারকে ভাঙ্গা হাসপাতাল থেকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাবার্তা/এআর