ফেনীতে মানববন্ধন। ছবি : সংগৃহীত
দৈনিক দেশ রূপান্তর শেরপুরের নকলা উপজেলা সংবাদদাতা শফিউজ্জামান রানাকে ভ্রাম্যমান আদালত বসিয়ে কারাদন্ড দেয়ার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন ও সমাবেশে করেছে কর্মরত সাংবাদিকরা।
রোববার (১০ মার্চ) বেলা ১১ টার ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ফেনী শাখা।
সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও দৈনিক স্টার লাইনের সহযোগী সম্পাদক জসিম মাহমুদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ফেনী সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর ফেনীর সাধারণ সম্পাদক ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুর রহিম, দৈনিক যুগান্তর প্রতিনিধি যতন মজুমদার, বাসসের ফেনী প্রতিনিধি ও দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমিন রিজভী, যমুনা টিভির নিজস্ব প্রতিনিধি আরএম আরিফুর রহমান, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এমএ জাফর। বিএমএসএফ ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এনএন জীবন, শব্দ সম্পাদক কবি মুহাম্মদ ইকবাল চৌধুরী, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম ফেনী জেলা সভাপতি শাহজালাল ভুঁঞা, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এম এমরান পাটোয়ারী, দৈনিক দেশ রুপান্তর প্রতিনিধি মো. শফিউল্যাহ রিপন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, এক দিকে সরকার কালো আইন করে সাংবাদিকদের লিখনীকে সংকুচিত করে রেখেছে। অন্য দিকে সরকারী আমলারা অন্যায়ভাবে আইন প্রয়োগ করে মাঠ পর্যায়ে সাংবাদিকতা দমনের অপচেষ্টা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সাংবাদিক রানার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত বসিয়ে সাজা দেয়া হয়েছে। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও সাংবাদিক রানার মুক্তি জানিয়ে ফেনীর সাংবাদিকরা দোষী সরকারি আমলাদের আইনের আওতায় আনার দাবি করেছেন।
বাংলাবার্তা/এআর