ছবি সংগৃহীত
সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে শিক্ষার্থীকে গুলি করা শিক্ষক ডা. রায়হান শরীফকে ৫ দিনের রিমাণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১১ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. বিল্লাল হোসাইনের আদালত এই রিমাণ্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, পুলিশ ৭ দিনের রিমাণ্ডের আবেদন করলে আদালত ৫ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।
তিনি আরও বলেন, আদালতে শুনানি শেষে তার ৫ দিনের রিমাণ্ড মঞ্জুর হয়েছে। বিকালে কারাগার থেকে তাকে রিমাণ্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি কিভাবে অস্ত্র কিনলেন, তার অস্ত্রের উৎপত্তি কোথায়, এ ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কি-না এসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
উল্লেখ্য, গত ৪ মার্চ বিকালে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থী তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে গুলি করেন ওই কলেজের শিক্ষক ডা. রায়হান শরীফ। এ ঘটনায় সন্ধ্যায় অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি পিস্তল উদ্ধার করে পুলিশ।
বাংলাবার্তা/এসএ