ছবি: বাংলাবার্তা
কিশোরগঞ্জের মালবাহী ট্রাক চাপায় মারা গেল রিপন মিয়া (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীর। এই ঘটনায় আহত হয়েছে আরও ২ জন।
বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে পাকুন্দিয়া উপজেলায় মরুরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রিপন ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।
স্থানীয় পুলিশ জানায়, বৃহস্পতিবার (২১ মর্চ) সকালে গাজীপুর থেকে মোটরসাইকেলে করে রিপনসহ ৩ জন গ্রামের বাড়ি ফিরছিলেন। পথে পাকুন্দিয়া উপজেলার মরুরা এলাকায় পৌঁছালে একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়। এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাবার্তা/এআর