ছবি : সংগৃহীত
পূর্ব শত্রুতার জেরে পাবনায় এম এস ফুডের মালিক ও বসুন্ধরা শুভ সংঘের পাবনা জেলা শাখা উপদেষ্টা মাহবুবুল আলম ফারুকের উপর হামলা ও তার জিপ গাড়ি ভাংচুরের এবং নগদ ১৫ লাখ টাকা ছিনতাই করার ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷
শুক্রবার (২২ মার্চ) রাতে তাদের গ্রেফতার করা হয়৷
গ্রেফতারকৃতরা হলেন, পাবনার সাঁথিয়া উপজেলার সুন্দরকান্দী গ্রামের মাওয়ালা আবু তাহের মিয়ার ছেলে শামসুল আলম ফয়সাল ও উপজেলার হাটবাড়িয়া গ্রামের মো: তায়জাল হোসেনের ছেলে মো: মকবুল হোসেন৷
আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করার প্রস্তুতি চলছে বলে জানায় সাঁথিয়া থানা পুলিশ৷
এর আগে শুক্রবার (২২ মার্চ) দুপুর আড়াইটার দিকে পাবনা শহর থেকে সাঁথিয়া উপজেলার সুন্দরকান্দী নিজ গ্রামের বাড়িতে জমি কেনার জন্য ১৫ লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন ব্যাবসায়ী মাহবুবুল আলম ফারুক ৷ এসময় নিজ বাড়ির সামনে পৌছালে ১৫-২০ জন সন্ত্রাসী নিয়ে অতর্কিত হামলা চালায় তার সৎ ভাই।
এসময় দেশীয় অস্ত্রের মুখে ব্যাবসায়ী মাহবুবুল আলম ফারুককে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করতে থাকেন৷ তাকে বাঁচাতে গেলে গাড়ির চালকসহ মাহবুব আলমের আরেক ভাই আশরাফুল আলম ফিরোজ ও এম এস ফুডের দুইজন কর্মকর্তাকে দেশীয় অস্ত্র দিয়ে বেধরক মারধর করেন৷ এবং সাথে থাকা জিপগাড়িও ভেঙে তছনছ করা হয়৷
এসময় গুরুতর আহত অবস্থায় গাড়ির চালক ফরহাদ হোসেনকে চিকিৎসার জন্য সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়৷ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় ঐদিনই সাঁথিয়া থানায় উপস্থিত হয়ে ৭ জনের নাম উল্লেখ করে এবং ১০ থেকে ১৫ জনের নাম অজ্ঞাত করে একটি এজাহার দায়ের করেন। ঘটনা সত্যতা পাওয়ায় মামলা গ্রহণ করেন পুলিশ এবং দুজনকে গ্রেফতার করেন। যার মামলা নাম্বার ২৭. তারিখ ২৩/০৩/২৪।
এ ব্যাপারে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় এজাহার ভুক্ত দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে, এছাড়া যে সকল আসামীরা বাহিরে আছেন তাদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। দ্রুত তাদেরকে গ্রেফতার করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাবার্তা/এআর